গত এক দশক ধরে ইউরোপে বিস্বস্ততায় শীর্ষে রয়েছে ক্যানন। রিডার্স ডাইজেষ্টের বিভিন্ন পন্যের ওপর ব্যবহারকারীদের আস্থার বিষয়ে বাৎসরিক জরিপে টানা দশবার শীর্ষস্থান লাভের গৌরব অর্জন করল ক্যামেরা নির্মাতা ক্যানন। ইউরোপের ১৬টি দেশে ১৪টি ভাষায় এই জরিপ চালানো হয়। এই জরিপে অন্যান্য পন্যের পাশাপাশি ক্যামেরাও ছিল। রিডার্স ডাইজেষ্টের ৪৫ লক্ষ পাঠকের ডাটাবেজ থেকে উত্তরদাতাদের নেয়া হয় এবং ৩২০০০ উত্তরদাতার মত বিশ্লেষন করা হয়।
চুড়ান্ত তিনটি নামের মধ্যে ১৬টি দেশের মধ্যে ১৪টি দেশে ক্যানন শীর্ষস্থান লাভ করে। বিচারের জন্য বিবেচিত বিষয় ছিল পন্যের মান, মানানসই দাম, ভাল মানের ছবি এবং ব্যবহারকারীর প্রয়োজন মেটানোর ক্ষমতা।
যে ১৪টি দেশে ক্যানন শীর্ষস্থান লাভ করে সেই দেশগুলি হচ্ছে অষ্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, হাঙ্গেরী, নেদারল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, স্পেন, সুইডেন, সুইটজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
No comments:
Post a Comment