অন্যান্য কোন বড় পরিবর্তন অবশ্য এতে নেই। আগের মত ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার এবং ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে এতে। ১৬:৯, ৪:৩ এবং ১:১ রেশিওতে ছবি উঠানো যাবে। ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
এতে ইন-ক্যামেরা এইচডিআর মোড যোগ করা হয়েছে। কয়েকটি ছবি একবারে উঠিয়ে সেগুলি একসাথে করে একটি ছবি পাওয়া যাবে। ফলে ছবিতে নয়েজ এবং অষ্পষ্টতা দুর হবে।
ক্যামেরার নিজস্ব মেমোরী ৪৩ মেগাবাইট। এছাড়া এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে। ইউএসবি ২.০ এই এইচডিএমআই পোর্ট রয়েছে। ব্যাটারীতে এক চার্জে ২৫০টি ছবি উঠানো যাবে।
মার্চ থেকে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। দাম ৪০০ ডলার।
No comments:
Post a Comment