February 3, 2010

নাইকন কুলপিক্স পি-১০০ ঘোষনা Nikon announces Coolpix P100

অনেকের কাছে ব্রান্ড হিসেবে নাইকন এক নম্বর পছন্দ।  এসএলআর তো বটেই, সুপারজুম ক্যামেরার ক্ষেত্রেও। সব ফিচার এবং পারফরমেন্স বিচারের তাদের পি-৯০ অন্যদের থেকে বেশ পিছিয়ে থাকলেও সেটা বেশ জনপ্রিয়। এখন তার বদলে পি-১০০ এর ঘোষনা দিল তারা। এতে ২৬এক্স জুম ব্যবহার করা হয়েছে এবং সত্যিকারের মেকানিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন আনা হয়েছে।
অন্যান্য কোন বড় পরিবর্তন অবশ্য এতে নেই।  আগের মত ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার এবং ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে এতে। ১৬:৯, ৪:৩ এবং ১:১ রেশিওতে ছবি উঠানো যাবে। ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
এতে ইন-ক্যামেরা এইচডিআর মোড যোগ করা হয়েছে। কয়েকটি ছবি একবারে উঠিয়ে সেগুলি একসাথে করে একটি ছবি পাওয়া যাবে। ফলে ছবিতে নয়েজ এবং অষ্পষ্টতা দুর হবে।
ক্যামেরার নিজস্ব মেমোরী ৪৩ মেগাবাইট। এছাড়া এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে। ইউএসবি ২.০ এই এইচডিএমআই পোর্ট রয়েছে। ব্যাটারীতে এক চার্জে ২৫০টি ছবি উঠানো যাবে।
মার্চ থেকে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। দাম ৪০০ ডলার।

No comments:

Post a Comment