সবসময়ের জনপ্রিয় দুটি থ্রিডি গেম ডুম এবং কোয়াক যাত্রা শুরু করেছে মোবাইল ফোনে। ১৯৯৩ সালে রিলিজ হওয়া ডুম এবং ১৯৯৬ সালে রিলিজ হওয়া কোয়াকের জনপ্রিয়তা এখনও কমেনি। এখন পাম প্রি সেটেও এই গেম খেলা যাবে। বিষয়টি গুরুত্বপুর্ন আরেকটি কারনে, এতদিন ওয়েবওএস ব্যবহৃত পাম প্রি-তে থ্রিডি গেম কিংবা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহারের সীমাবদ্ধতা ছিল সেটা কেটে গেল এর মাধ্যমে।
যারা কম্পিউটার কিবোর্ড ব্যবহার করে অভ্যস্থ তাদের কাছে কিছুটা অন্যরকম মনে হতেই পারে। তবে টাচস্ক্রিনের কারনে খুব দ্রুতই সেটা কাটিয়ে ওঠা যাবে সন্দেহ নেই। সেইসাথে গেমভক্তরা আগামীতে অন্যান্য অপারেটিং সিষ্টেমের ফোনে আরো নতুন নতুন থ্রিডি গেম আশা করতে পারেন।
No comments:
Post a Comment