January 6, 2010

ডিজনীর নতুন প্রযুক্তি Disney unveils KeyChest technology

ওয়াল্ট ডিজনি কোম্পানী নতুন এক প্রযুক্তির নতুন এক ব্যবহারের কথা জানিয়েছে কি-চেষ্ট নামের এই পদ্ধতিতে খুব সহজে কেউ পছন্দের যায়গা থেকে মুভি কিংবা টিভি-শো কিনতে পারবেন, সেগুলিকে অন্য কোন সার্ভারে রাখতে পারবেন এবং সেখান থেকে যখন খুশি দেখতে পারবেন এজন্য টিভি, কম্পিউটার কিংবা মোবাইল ফোন ব্যবহার করা যাবে ডিজনি জানিয়েছে তারা আমেরিকা এবং বাকি বিশ্বের জন্য এই সেবা চালু করার জন্য তৈরী
ডিজনীর বক্তব্য অনুযায়ী আগামী সিইএস-এ এবিষয়ে শেষ পয্যায়ের আলোচনা হবে গত কয়েক মাস ধরেই এনিয়ে বিভিন্ন কেবল কোম্পানী, টেলিকমুনিকেশন সার্ভিস এবং অন্যান্যদের সাথে আলাপ চলছে এবছরই শেষদিকে এই সেবা চালু হতে পারে বলেও জানানো হয়েছে
এই কাজের জন্য তৃতীয় আরেকটি কোম্পানী ব্যবহৃত হবে যার মাধ্যমে এগুলি ষ্টোর করা হবে এর মাধ্যমে মুভির বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে মানুষ সরাসরি ডিজনির কাছ থেকে মুভি কিনবে না, বরং ডিজনি নিষ্চিত করবে যে মুভি ব্যবহার করছে সে বৈধপথে করছে
এই ঘোষনা এমন সময় দেয়া হল যখন ২০০৯ সালে ডিভিডি এবং ব্লুরে বিক্রি ১৩ ভাগ কমে গেছে একই সময়ে অনলাইনে মুভি বিক্রি ১৫ কোটি ডলার থেকে বেড়ে ২৫ কোটি ডলারে পৌছেছে

No comments:

Post a Comment