বিশ্বের কুখ্যাত স্প্যামার এলান রালস্কি-কে ৫১ মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। রালস্কি জাল মেইল এবং জালিয়াতির অভিযোগ স্বিকার করেছে। স্প্যাম ব্যবহার করে আমেরিকান কোম্পানীর শেয়ারের দাম বাড়ানোর জন্য মুলত তাকে দায়ী করা হয়েছে।
তার ইমেইলে ভুল এবং উদ্দেশ্যমুলক তথ্য পাঠানো হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে পাঠানো এই মেইল কোথা থেকে এসছে জানার উপায় ছিল না। অনেকে বলছেন গত কয়েক বছরের ঘটনা থেকে এটা প্রমানিত যে রালস্কি আধুনিক স্প্যাম তৈরীর জনক। তাকে স্প্যাম কিং বলে উল্লেখ করা হয়েছে।
সিসকোর সিনিয়র সিকিউরিটি রিসার্চার হেনরি ষ্টার্ন বলছেন, এবিষয়ে অবস্থার অনেক উন্নতি হয়েছে। গত বছরের তুলনায় এবছর আমেরিকা থেকে পাঠানো স্প্যামের সংখ্যা ২০ ভাগ কমেছে। একসময় স্প্যামাররা বিনামুল্যে তাদের কাজ করতে পারত। এখন বটনেটের খরচ বাড়ায় তাদের কাজও কম লাভজনক বলে উল্লেখ করা হয়েছে।
No comments:
Post a Comment