সার্টের পকেটে হয়ত রাখা যাবে না কিন্তু জ্যাকেট বা কোটের বড় পকেটে অনায়াসে ঢুকানো যাবে এই ক্যামেরা। ৩৮০ মিমি অপটিক্যাল জুমের ক্যামেরায় হাই-ডেফিনিশন ভিডিও এবং ছোট আকার, সবমিলিয়ে সব ধরনের কাজের উপযোগি এক ক্যামেরা।
গত বছরের এইচ-১০ এর পথ ধরে এই ক্যামেরা বাজারে ছেড়েছে সনি। ১/২.৩ ইঞ্চি সুপারহ্যাড সিসিডি সেন্সর, ১০.১ মেগাপিক্সেল রেজ্যুলুশন, কার্ল জিস ব্রান্ডের ১০ এক্স জুম লেন্স এই সবকিছুর সাথে ৭২০পি ভিডিও রেকর্ডিং মানানসই। ম্যাক্রো মোডে ২ সেমি দুরত্বে ফোকাস করা সম্ভব। আইএসও ৮০ থেকে ৩২০০। এধরনের লেন্সের জন্য ষ্ট্যাবিলাইজেশন জরুরী। এতে সত্যিকারের মেকানিক্যাল এবং ডিজিটাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন দুইই ব্যবহার করা হয়েছে। আরেকটি বিষয় উল্লেখ না করলে চলে না। এর অটোফোকাস স্পিড এসএলআরের মত।
এর ফেস ডিকেটশন শিশু এবং বড়দের পৃথকভাবে চিনতে পারে। একাধিক ব্যক্তি থাকলে প্রত্যেককে পৃথকভাবে চেনে।
ক্যামেরাতেই ফটো রিটাচের সুবিধা রয়েছে। সফট ফোকাস, ফিস আই ইফেক্ট, ক্রশ ফিল্টার, পার্শিয়াল কালার, রেট্রো, রেডিয়েশন, রেড আই কারেকশন, ট্রিমিং, আনশার্প মাস্ক, স্মাইল ইফেক্ট ইত্যাদি রয়েছে ক্যামেরাতেই।
ভিডিওর জন্য ৭২০পি এমপেগ-৪ কোডেব ব্যবহৃত হয়। ইউএসবি এবং ভিডিও আউটপুট দুধরনের কানেকটিভিটি রয়েছে।
ওয়াইড এঙ্গেল নিয়ে কিছুটা আপত্তি থাকতে পারে। ৩৮মিমি কে ঠিক ওয়াইড এঙ্গেল বলা যায় না। ম্যাক্রো মোডে কালার এবারেশনের পরিমান বেশি। তবে সেটা এই পর্যায়ের ক্যামেরার জন্য গ্রহনযোগ্য।
এর দাম ২৬০ ডলার। বাংলাদেশে পাওয়া যায়।
No comments:
Post a Comment