November 30, 2009

সেন্সক্যাম : মনে রাখতে সাহায্য করবে SenseCam: The Life Logging Camera


হাতের চাবিটা কোথায় রাখলেন কিছুতেই মনে করতে পারছেন না, এমন অভিজ্ঞতা নিশ্চয়ই কমবেশি সবারই হয়। সেটা খুজতে সারাবাড়ি তোলপাড়। বহু বছর ধরেই মানুষ মনে রাখায় সাহায্য করার যন্ত্র তৈরীর চেষ্টা করছে। মাইক্রোসফট সেন্সক্যাম নামে ক্যামেরা তৈরী করেছে যা এধরনের সমস্যার সমাধান দেবে।

এটা ছোট আকারের ক্যামেরা। ব্যবহারকারীর গলায় লাগানো থাকবে। এর ফিসআই লেন্স অনেক বেশি যায়গা কাভার করবে। ক্যামেরা নিজে থেকেই প্রতি মিনিটে দুটি করে ছবি উঠাবে। এর ১ গিগাবাইট ফ্লাশ মেমোরীতে এভাবে ৩০ হাজার পর্যন্ত ছবি রাখা যাবে। তারপর প্রয়োজনের সময় আপনি কোথায় গেছেন, কি করেছেন সবকিছু জেনে নিতে পারবেন সেই ছবি দেখে।

কারোকারো কাছে বিষয়টি হাস্যকর মনে হতে পারে কিন্তু যাদের মনে রাখতে সমস্যা হয় তারা এতে আশার আলো দেখছেন। এটা নিশ্চয়ই অনেকের জন্য খুব বড় ধরনের সমস্যা।

ক্যামেরাটি এখনো বিক্রি শুরু হয়নি। মানুষ এখনই আলোচনা করছে এটা কোথায় কোথায় ব্যবহার করবে। একজন মানুষ সারাদিনে কিকি কাজ করেছে তার রেকর্ড যদি এভাবে জানা যায় মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে তাতে সন্দেহ নেই।

No comments:

Post a Comment