পপুলার সাইন্স ম্যাগাজিন তাদের বাৎসরিক পুরস্কারের জন্য মনোনিত করেছে প্যানাসনিকের লুমিক্স জিএফ-১ ক্যামেরাকে। নতুনের মধ্যে সেরা, এই খেতাব দেয়া হয়েছে। এটা বিশ্বের সবচেয়ে ছোট এবং হালকা ক্যামেরা যেখানে ডিজিটাল এসএলআর ক্যামেরার সব বৈশিষ্ট রয়েছে।
মাইক্রো ফের থার্ড সেন্সর নামে পরিচিত সেন্সরে তৈরী এই ক্যামেরায় হাই-ডেফিনিশন ভিডিও করা যায়। এক্সপ্রেসিভ, রেট্রো, পিওর, এলিগ্যান্ট, মনোক্রোম, ডায়নামিক আর্ট, সিলহুটি এবং কাষ্টম এই প্রিসেটগুলি সহ ক্যামেরাটি সাধারন এবং অভিজ্ঞ সব ধরনের ফটোগ্রাফারদের উপযোগি।
ক্যামেরার পাশাপাশি প্যানাসনিকের অয়্যালেস প্রযুক্তি এবং ১ ইঞ্চি পুরুত্বের প্লাজমা হাই ডেফিনিশন টিভি TC-P54Z1 ও পুরস্কার পেয়েছে। এর অয়্যারলেস কানেটটিভিটি ব্যবহার করে ৩০ ফুট পর্যন্ত দুরত্বে ৪ গিগাবাইট/সে ভিডিও এবং অডিও সিগন্যাল ব্যবহার করা যায়।
No comments:
Post a Comment