November 24, 2009

বিনামুল্যে ফটোগ্রাফি শিখুন Free Photography Tips


নিউইয়র্ক ইনষ্টিটিউট অব ফটোগ্রাফী তাদের শতবর্ষপুর্তি উপলক্ষে বিনামুল্যে ফটোগ্রাফি শেখার সুযোগ করে দিচ্ছে। ফটোগ্রাফিতে আগ্রহিরা তাদের মাসিক নিউজলেটার পাওয়ার সুযোগ পাবেন। সেইসাথে সাইনআপ করলেই একটি পিডিএফ নির্দেশনা পাওয়া যাবে।

তারা জানিয়েছে, তাদের যে কোন প্রতিবেদন, টিপস, গাইডলাইন ওয়েবসাইটে আসার সময় প্রথমেই নিউজলেটারের মাধ্যমে পাঠানো হবে।

১৯১০ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্ক ইনষ্টিটিউট অব ফটোগ্রাফি বিশ্বের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় ফটোগ্রাফি স্কুল। তাদের ছাত্রসংখ্যা আমেরিকায় ২০ হাজারের ওপর। এছাড়া বিশ্বের ৫০টির বেশি দেশের ছাত্র তাদের শিক্ষা গ্রহন করে।

রেজিষ্ট্রেশনের জন্য অনলাইন ঠিকানা http://www.nyip.com/ezine/enewsletter.html?code=D320

No comments:

Post a Comment