গুগল তাদের নির্মানাধীন ক্রোম অপারেটিং সিষ্টেমের নমুনা দেখাবে আগামী ১৯ নভেম্বর। যদিও আগামী বছরের আগে এটা বাজারে আসার সম্ভাবনা নেই। মুলত নেটবুকের দিকে লক্ষ্য রেখে গুগল এই অপারেটিং সিষ্টেম তৈরী করছে।
বলা হচ্ছে ছোট আকারের এই অপারেটিং সিষ্টেমে সবকিছু সাধারন ইন্টারনেট ব্রাউজারের মত। তবে কতটা তা জানা যাবে সকলের সামনে তুলে ধরার পর। নিমন্ত্রিতদের জানানো হয়েছে সেখানে এর বিভিন্ন দিক তুলে ধরা হবে।
No comments:
Post a Comment