November 18, 2009

উইন্ডোজকে পিছনে ফেলছে এন্ড্রয়েড Android software beats Windows Mobile


পিসির ক্ষেত্রে মাইক্রোসফট অন্যদের ধরাছোয়ার বাইরে। অনেকের ধারনা ছিল উইন্ডোজ মোবাইল একই ধরনের উদাহরন তৈরী করবে। বাস্তবে ঘটেছে একেবারে উল্টোটা। শুরুতে মানুষ কিছুটা আগ্রহ দেখালেও ক্রমেই মানুষ আগ্রহ হারাচ্ছে উইন্ডোজের প্রতি। আর প্রসার ঘটছে গুগলের এন্ড্রয়েড এর। ১ বছরে মাইক্রোসফটের বিক্রি কমেছে ২০ ভাগ যেখানে সাধারনভাবে মোবাইলের ব্যবহার বাড়ছে ১৩ ভাগ হারে। উইন্ডোজ মোবাইল ৬.৫ বাজারে এসেও এই ধারায় পরিবর্তন আনতে পারেনি।

পিসির ক্ষেত্রে ব্যবহারকারী যেমন পছন্দমত অপারেটিং বেছে নেন, মোবাইলের ক্ষেত্রে তেমনটা ঘটে না। সেট প্রস্তুতকারক বেছে নেন কোন মডেলে কোন অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হবে। ব্যবহারকারী অপারেটিং সিষ্টেমসহ সেট কেনেন। কাজেই ধরে নেয়া যায় মোবাইল নির্মাতারা এন্ড্রয়েড বেশি পছন্দ করছেন।

কোন অপারেটিং সিষ্টেম কতটুকু ভাল এধরনের তুলনা করা কঠিন। মোটামুটিভাবে সব কাজই সব যায়গায় করা যায়। সফটওয়্যারও সবে যাত্রা শুরু করেছে। তারপরও এই পরিবর্তনের কারন নিয়ে গবেষনা হতেই পারে। আপাতত বলা হচ্ছে গুগলের স্বচ্চতার নীতি অন্যরা পছন্দ করে। অন্যদিকে মাইক্রোসফটের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ বহুদিনের।

No comments:

Post a Comment