বহু প্রতিক্ষার পর আজ সারা বিশ্বে মাইক্রোসফটের অপারেটিং সিষ্টেমের নতুন ভার্শন উইন্ডোজ ৭ ফাইনাল ভার্শন বিক্রি শুরু হচ্ছে। বিভিন্ন সময় উইন্ডোজের নতুন ভার্শনের সময় যে উত্তেজনা ছিল তা এবার নেই। কারন এর আগে ভিসতার ব্যর্থতা। তবে মাইক্রোসফটের কর্মকর্তারা প্রচারনার সবরকম চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন দেশে তারা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তাদের মুল্ লক্ষ উইন্ডোজ ৭ এর পক্ষে ভাল কিছু মন্তব্য শোনা।
এপল যখন ক্রমেই আরো জনপ্রিয় হয়ে উঠছে তখন তাদের আক্রমন করাকেও একটা বিষয় হিসেবে নিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট টামি রেলার বলেছেন, একটা ম্যাকের দামে একটা নতুন নোটবুক, একটা নতুন নেটবুক, একটা নতুন ডেস্কটপ এবং এদেরকে একসাথে ব্যবহার করার জন্য রাউটার কেনা যায়।
No comments:
Post a Comment