ফটোগ্রাফারদের বহুল ব্যবহৃত সফটওয়্যার এডবি ফটোশপ লাইটরুমের নতুন ভার্শন ৩ এর বেটা পাওয়া যাচ্ছে। নতুন এই ভার্শনে ছবির মান এবং পারফর্মেন্স এর ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। এই ভার্শন ব্যবহারে লাইসেন্স প্রয়োজন হবে না তবে নির্দিষ্ট কিছু হার্ডওয়্যার প্রয়োজন হবে।
নতুন ভাশর্নে সাউন্ড সহ হাই-ডেফিনিশন ভিডিও স্লাইড শো তৈরী, প্রিন্ট লে-আউট, ওয়াটারমার্কিং এর সুবিধা ইত্যাদি যোগ করা হয়েছে।
ডিজিটাল ক্যামেরায় অথবা স্ক্যান করা ছবির আলো, ব্রাইটনেস, কন্ট্রাস্ট ইত্যাদি ঠিক করার জন্য এই সফটওয়্যার ব্যবহার করা হয়। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ফটোগ্রাফাররা ফটোশপের তুলনায় লাইটরুম বেশি ব্যবহার করছে। আপনিও দেখতে পারেন। ব্যবহারের জন্য কম্পিউটারে ১ গিগাবাইট মেমোরী থাকতে হবে। ২ গিগাবাইট থাকলে ভাল হয়। মনিটর রেজ্যুলুশন কমপক্ষে ১০২৪-৭৬৮ হতে হবে।
ডাউনলোডের ঠিকানা ; http://labs.adobe.com/downloads
No comments:
Post a Comment