নোকিয়া ৫৮০০ তে সবই আছে, ৩.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াই-ফাই, থ্রিজি, এমনকি জিপিএস রিসিভার পর্যন্ত। এরপর ৫৫৩০তে শুধু ওয়াই-ফাই রাখা হয়েছে। ডিসপ্লে ছোট করে ২.৯ ইঞ্চিতে আনা হয়েছে। সেইসাথে ব্যাটারীর আয়ু কমিয়ে ১০০০ মিলিএম্পিয়ার আওয়ার করা হয়েছে। দামও কমানো হয়েছে উল্লেখযোগ্যভাবে। এতেই ৫২৩০ এর অবস্থান তৈরী হয়ে যায়। ৫৮০০ এর সমান টাচস্ক্রিন স্ক্রীন, জিপিএস রিসিভার, থ্রিজি, ১৩২০ মিএআ ব্যাটারী। ওয়াই-ফাই নেই যদিও। ৫৮০০ এর ৩.১৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরার বদলে ২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা, সাথে ৩০ ফ্রেম/সে ভিজিএ ভিডিও।
৫২৩০ কখন বাজারে বিক্রি শুরু হরে এখনও ঠিক হয়নি। কারো কারো মতে আগামী বছরের জানুয়ারীর আগে সম্ভাবনা নেই, কারো মত এবছরেই বিক্রি হবে। ইটালীর এক অপারেটর বিক্রির ঘোষনাও দিয়েছে ১৮৯ ইউরোতে। যাই হোক না কেন, নোকিয়া এর অনেকগুলি ছবি প্রকাশ করেছে।
সেটটি ৫টি ভিন্ন ভিন্ন রঙে তৈরীর কথা। ণোকিয়া প্রকাশ করেছে লাল এবং নীল রঙের ছবি।
No comments:
Post a Comment