October 11, 2009

এলজি ওয়াইডস্ক্রিন ল্যাপটপ LG Widebook notebooks


এলজি ১৬:৯ হাই ডেফিনিশন ওয়াইড স্ক্রিন ল্যাপটপ বাজারে ছাড়তে যাচ্ছে কোর ২ ডুয়ো প্রসেসরের এই কম্পিউটার সব ধরনের এন্টারটেইনমেন্টএর উপযোগি ওয়াইডবুক নোটবুক সিরিজের ৫টি ল্যাপটপ তাদেরকে ল্যাপটপ নির্মাতাদের সারিতে আনবে বলে বলা হচ্ছে

এতে কোর ২ ডুয়ো প্রসেসরের সাথে ২ অথবা ৪ গিগাবাইট র‌্যাম, ১ গিগাবাইট মেমোরীসহ এনভিডিয়া গ্রাফিক্স যোগ করা হয়েছে পরীক্ষায় দেখা গেছে এর গ্রাফিক্স ইন্টেলের GMA X4500MHD chipset এর তুলনায় ৩ থেকে ৬ গুন ভাল পারফরমেন্স দেয় এর স্ক্রীন যেমন হাই-ডেফিনিশন ভিডিও দেখার উপযোগি তেমনি এরসাথে ড্রাইভ হিসেবে ব্লু-রে প্লেয়ার যোগ করা হয়েছে সেইসাথে এসআরএস ট্রুসারাউন্ড সাউন্ড এর সাথেই রয়েছে বিল্টইন থ্রিজি মডেম জিএসএম, জিপিআরএস, এজ, ইউএমটিএস, এইচএসডিপিএ সবকিছুই সাপোর্ট করবে সরাসরি এছাড়া ওয়েবক্যাম তো আছেই

অত্যন্ত পাতলা আকারের এই ল্যাপটপগুলি কালো ছাড়াও সাদা এবং গোলাপি রঙে পাওয়া যাবে প্রথমে মধ্যপ্রাচ্য, এরপর এশিয়া, ইউরোপ, আমেরিকা, দক্ষিন আমেরিকার বাজারে ছাড়া হবে

No comments:

Post a Comment