জেভিসির এভারিও সিরিজের এইচএম-২০০ মিড লেভেল ক্যামেরাগুলির মধ্যে সত্যিকারের কাজের ক্যামেরা। এতে HM-300 এর মত দুটি এসডি/এসডিএইচসি মেমোরী কার্ডের ব্যবস্থা রয়েছে। ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন তোলা যেতে পারে, কিংবা দেখে কমদামী জিনিষ মনে হতে পারে। কাজের দিক থেকে মধ্যম মানের ক্যামেরাগুলির মধ্যে সেরা।
এই ক্যামেরায় রয়েছে অসাধারন কালার একুরেসি। নয়েজ লেভেল অত্যন্ত কম। এই লেভের ক্যামেরা হিসেবে মোশান এবং শার্পনেস উল্লেখ করার মত ভাল। অল্প আলোতে ভিডিওতে পারফর্মেন্স ভাল। এতে ২৪পি এবং ৩০পি ফ্রেম রেট অপশন নেই। ম্যানুয়েল এপারচার কন্ট্রোলও নেই। ভিডিও করার সময় ষ্টিল ছবি উঠানো যায়, তবে রেজুলুশন ১৯২০-১০৮০. ষ্টিল ছবির জন্য ফ্লাশ নেই।
দুটি মেমোরী কার্ড ব্যবহারের জন্য সুবিধেজনক। ডিজিটাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশনের পারফরমেন্স ভাল। বিল্টইন মাইক্রোফোন ভাল কাজ করে তবে ম্যানুয়েল কন্ট্রোল ব্যবহারের সুযোগ নেই।
এতে ১/৪ ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। AVCHD ফরম্যাটে ভিডিও রেকর্ড হয়। রেকর্ডিং এর জন্য ২৪ মেবা/সে, ১৭ মেবা/সে, ১৪ মেবা/সে এবং ৫ মেবা/সে অপশন রয়েছে। সর্বোচ্চ মানের ভিডিও করা যায় টানা ৫ ঘন্টা ২০ মিনিট। লেন্স ২০-এক্স অপটিক্যাল জুম।
ক্যামেরাটি কালো ছাড়াও নীল এবং লাল রঙে পাওয়া যায়। দাম ৬০০ ডলারের নিচে।
No comments:
Post a Comment