বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ইলকট্রনিক ডিভাইস হিসেবে পরিচিত ডিজিটাল ক্যামেরা যিনি আবিস্কার করেন সেই ষ্টিভেন সেসনকে ইউনিভার্সিটি অব রচেষ্টার থেকে সন্মানসুচক ডক্টর অব সাইন্স উপাধি দেয়া হয়েছে। ১৯৭৫ সালে তিনি কোডাকের হয়ে কাজ করার সময় তিনি ০.০১ মেগাপিক্সেলের প্রথম ডিজিটাল ক্যামেরার প্রোটোটাইপ প্রদর্শন করেন। এরপর ১৯৭৮ সালে তার নামে পেটেন্ট প্রদান করা হয়।
ষ্টিভেন এর সাথে তার তখনকার সুপারভাইজার গ্যারেথ লয়েডকেও একই সন্মানে ভুষিত করা হয়। ৩৫ বছর কোডাকে কাজ করার পর গত ফেব্রুয়ারীতে তিনি অবসর নেন।
বর্তমানের শতশত কোটি ডলারের ডিজিটাল ইমেজিং প্রযুক্তি সরাসরি ষ্টিভেনের আবিস্কারের সাথে জড়িত। ৫৯ বছর বয়সি ষ্টিভেন অনুষ্ঠানে তার প্রথম প্রোটোটাইপটি দেখান। ধাতব এই বাক্সের ওজন ৮ পাউন্ড। কাজ করার ক্ষমতা বর্তমানের মোবাইল ফোনে ব্যবহৃত ক্যামেরার হাজার ভাগেরও কম।
No comments:
Post a Comment