October 6, 2009

ফ্যান্সের অর্ধেক ছাত্র ক্লাশে মোবাইল ফোন ব্যবহার করে Half of French kids use mobiles in class

মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধি পাওয়াকে অগ্রগতি বলে মনে করা হয়। তবে নিশ্চয়ই ক্লাশে বসে একজন ছাত্র মোবাইল ফোন ব্যবহার করছে সেটা অগ্রগতি না। এবিষয়ে আতংকিত হবার মত ত্য প্রকাশ পেয়েছে ফ্রান্সের এক জরিপে। দেখা গেছে প্রায় অর্ধেক ছাত্র ক্লাশে ফোন ব্যবহার করে। অনেকে গোপনে শিক্ষকের ভিডিও করেছে বলেও জানিয়েছে।

১২ থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে চালানো এই জরিপে পাওয়া গেছে তাদের ৭৩ ভাগের নিজস্ব ফোন রয়েছে। ১৬-১৭ বছর বয়সিদের মধ্যে এই পরিমান ৯৫ ভাগ। এদের এক পঞ্চমাংশ জানিয়েছে স্কুল থেকে তাদের ফোন ব্যবহারে বাধা দেয়া হয়েছে।

কোন কোন দেশে আইন থাকলেও ফ্রান্সে স্কুলে ফোন ব্যবহার নিষিদ্ধ করার কোন আইন নেই। ফলে কর্তৃপক্ষ ইচ্ছে করলেই কাউকে বাধা দিতে পারে না। এই রিপোর্ট বলে দিচ্ছে বিষয়টির দিকে দৃষ্টি দেয়ার সময় হয়ে গেছে।

No comments:

Post a Comment