October 6, 2009

কাঠের তৈরী মোবাইল ফোন DoCoMo Wooden Cell Phones

একসময় কম্পিউটারের বাতিল অংশ নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছিল। শতশত টন বিষাক্ত আবর্জনা কোথায় ফেলা হবে এই নিয়ে। বর্তমানে যেভাবে কোটি কোটি মোবাইল ফোন বিক্রি হচ্ছে তাতে শংকার কারন হতেই পারে, নষ্ট হওয়ার পর এগুলি কোথায় যাবে। আগে থেকেই এদিকে দৃষ্টি দিয়েছে জাপানি কোম্পানী ডোকোমো। তারা কাঠ দিয়ে মোবাইল ফোন তৈরী করছে।

এই ফোনের জন্য ব্যবহার করা হচ্ছে বনে স্বাভাবিকভাবে কেটে ফেলা গাছ থেকে, এই কাজের জন্য গাছ কাটা হচ্ছে না। এরপর সেগুলি কেটে ছোট টুকরো করা হচ্ছে, তারপর তৈরী হচ্ছে মোবাইল ফোনের বাইরের আবরন। এজন্য অলিম্পাসের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এরফলে যে সেট পাওয়া যাবে তা পানিতে ভিজলে ক্ষতি হবে না। কিংবা এই কাঠ কোন পোকায় কাটবে না। যারা ব্যতিক্রমি কিছু পছন্দ করেন তাদের জন্য আরেকটা সুখবর, এভাবে তৈরী প্রতিটি ফোন দেখতে হবে ভিন্নতর। একটির সাথে আরেকটির মিল হবে না।

টাচ-উড ফোনের যে মডেল দেখানো হয়েছে সেটি স্লাইডিং। এতে ফুল কিবোর্ড রয়েছে এবং ৫.২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

No comments:

Post a Comment