আপনি কম্পিউটার, ল্যাপটপ কিংবা এমপিথ্রি প্লেয়ার থেকে স্পিকারে গান শুনতে চান অথচ তারের জঞ্জাল চান না। সেজন্যই ক্রিয়েটিভের সাউন্ড ব্লাষ্টার অয়্যারলেস। একে বলা হয় আই-টিউন এর জন্য কিন্তু অন্য এমপিথ্রি প্লেয়ার কিংবা মোবাইল ফোন কিংবা পিসি-ল্যাপটপেও ব্যবহার করা যাবে। রিসিভারকে সরাসরি ইউএসবি পোর্টে লাগান অথবা অডিও পোর্টে সংযোগ দিন। স্পিকারকে যেখানে খুশি রাখুন। সাধারন শব্দকে এক্স-ফাই মানের শুনতে পাবেন। যদি একাধিক ঘরে শুনতে চান তাহলে স্পিকারের সংখ্যা বাড়িয়ে নিন।
এটা ব্যবহার করে আই-টিউন থেকে শুরু করে যে কোন ওয়েবসাইট থেকে গান শোনা যাবে। এমনকি ইউটিউব পর্যন্ত ব্যবহার করা যাবে।
এতে এক্স-ফাই অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ব্যবহারের জন্য সফটওয়্যার ড্রাইভার প্রয়োজন হয় না। অয়্যারলেস রিমোট ব্যবহার করে নিয়ন্ত্রন করা যায়। ৩০ মিটার পর্যন্ত দুরত্বে স্পিকার রেখে ব্যবহার করা যায়।
ইন্সপায়ার টি-১০ স্পিকারসহ এর দাম ১৫০ ডলার।
No comments:
Post a Comment