গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে জানা নেই এমন ব্যক্তি খুজে পাওয়া কঠিন। সেখানে নতুন রেকর্ড যোগ ককরা হয়েছে পৃথিবী থেকে উঠানো চাদের বৃহত্তম ছবির মাধ্যমে। একাজে সাহায্য করেছে লুমেনএরা কর্পোরেশন। লুনার ওয়ার্ল্ড রেকর্ড টিমে কাজ করেছেন কয়েকজন মহাকাশ ফটোগ্রাফার।
লুমেন এরা’র প্রফেশনাল এষ্ট্রনমি ক্যামেরাকে যুক্ত করা হয়েছে উচু মানের সৌখিন টেলিস্কোপের সাথে। এরপর বিশেষ সফটওয়্যার দিয়ে ১২ লক্ষের মত ফ্রেম ক্যাপচার করা হয়েছে। এরপর সেগুলিকে একত্র করে একটি ছবিতে পরিনত করা হয়েছে। ছবির রেজুলুশন দাড়িয়েছে ৮৭.৪ মেগাপিক্সেল। ছবিতে চাদের ০.৬ মাইল পর্যন্ত স্পষ্ট দেখা যায়।
এত দুরের ছবির জন্য দীর্ঘ্য ফোকাল লেন্থ পেতে ব্যবহার করা হয়েছে লুমেনএরার SKYnyx2-0 এবং INFINITY2-1 সিসিডি ইউএসবি ক্যামেরা। ইনফ্রা রে কোটিং সহ বিশেষ ফিল্টার ব্যবহার করে বাতিল করা হয়েছে ছবিকে রাতের আকাশের আলোর বিভিন্ন বিকিরন থেকে মুক্ত রাখার জন্য। লুমেন এরার লুক্যাম সফটওয়্যার প্রসেসিংএর কাজে ব্যবহার করা হয়।
ছবিটি পোষ্টার আকারে বিক্রি করে প্রাপ্ত অর্থ Cystic Fibrosis Trust নামে একটি প্রতিষ্ঠানকে দান করা হবে।
আরো তথ্য অথবা পোষ্টার কেনার জন্য ঠিকানা : http://www.lunarworldrecord.com/
No comments:
Post a Comment