গুগলের ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার ক্রোম অনেক দ্রুত কাজ করে একথা স্বিকার করেন সকলেই। তারপরও ব্রাউজারের বাজারে সবচেয়ে বড় যায়গা দখল করে রেখেছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার। এই আধিপত্য ক্ষুন্ন করতে ক্রোম এর জন্য প্লাগ-ইন তৈরীর কথা জানিয়েছে গুগল। এর নাম গুগল ক্রোম ফ্রেম। এটা ব্যবহার করে ইন্টারনেট এক্সপ্লোরের ভেতর থেকে ক্রোম ব্যবহার করা যাবে। তবে বিষয়টি সহজভাবে নেয়নি মাইক্রোসফট।
মাইক্রোসফট ক্রোমের প্লাগ-ইন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা ইন্টারনেট এক্সপ্লোরের দ্রুততা এবং অন্যান্য বিষয়ে উন্নতি করার পাশাপাশি নিরাপত্তার বিষয়টি উন্নত করেছে। ক্রোম ফ্রেমের মত সফটওয়্যার ব্যবহার করলে নিরাপত্তা ক্ষতিগ্রস্থ হতে পারে। ফলে ভাইরাস, মালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকর স্ক্রীপ্ট সহজে আক্রমন করতে পারে।
No comments:
Post a Comment