August 30, 2009

সনির নতুন ফটোফ্রেম Sony Digital Photoframe


সনি অত্যন্ত আকর্ষনীয় ফটোফ্রেম বাজারে ছেড়েছে। বলা হচ্ছে এতে Swarovski Crystal ব্যবহার করা হয়েছে। জিনিষটি আসলে সরোভস্কির নিখুতভাবে কাটা কাচ। যে কোন যায়গায় ফ্রেমটি মানাসই।

এতে ৭ ইঞ্চি ৮০০-৪৮০ রেজুল্রশনের ডিসপ্লে রয়েছে। ধারনক্ষমতা ১ গিগাবাইট। ছবিকে নিজে থেকেই নির্দিষ্ট মাপের করে নেয়ার ব্যবস্থা রয়েছে। একবারে ২০০০ ছবি রাখা যাবে।

একে সরাসরি ইউএসবি পোর্টে সংযোগ দিয়ে ইমেজ কপি করা যাবে। এছাড়া সনির মেমোরী ষ্টিক, এসডি, এমএমসি, এক্সডি, সিএফ সব ধরনের কার্ড সাপোর্ট করে। ফ্রেমটিকে লম্বালম্বি বা চওড়া যো কোনদিকে ঘুরিয়ে রাখা যাবে। এছাড়া ঘড়ি এবং ক্যালেন্ডার মোডে এটি ইলেকট্রনিক ঘড়ি বা ক্যালেন্ডার হিসেবে কাজ করবে।

ছবি নিজে থেকে পরিবর্তনের জন্য সেট করে নিতে পারেন, অথবা রিমোট কন্ট্রোল ব্যবহার করে ইচ্ছেমত পরিবর্তন করতে পারেন। এর দাম ১৫০ ডলার। অনলাইনে সনিষ্টাইল (http://www.sonystyle.com/) থেকে এটি কেনা যাবে।

No comments:

Post a Comment