এপল তাদের অপারেটিং সিষ্টেমের সর্বশেষ ভার্শন Mac OS X 10.6 Snow Leopard ঘোষনা করেছে। এতে ফুল ৬৪ বিট মোড, কুইকটাইম এক্স, এক্সচেঞ্জ সাপোর্ট ইত্যাদি ফিচার যোগ করা হয়েছে। এর আগের ভার্শন লেপার্ড থেকে দ্রুততার সাথে কাজ করে বলে জানা গেছে। নতুন কোর টেকনোলজি ব্যবহারের ফলে কম্পিউটার হার্ডওয়্যারকে আগের চেয়ে ভালভাবে ব্যবহার করতে সক্ষম এই অপারেটিং সিষ্টেম।
এর ইন্টারফেস নতুনভাবে সাজানোর ফলে আগের চেয়ে সহজে প্রোগ্রাম, ফোল্ডার ইত্যাদি ব্যবহার করা যাবে। এক্সচেঞ্জ সাপোর্ট যোগ করার ফলে মেইল, এড্রেসবুক ইত্যাদির ব্যবহার সহজ হবে। ইতিমধ্যেই ম্যাকের জন্য আউটলুকের ঘোষনা দেয়া হয়েছে।
No comments:
Post a Comment