সনি তাদের আলফা সিরিজের দুটি নতুন মডেলের এসএলআর ক্যামেরার ঘোষনা দিয়েছে। এতে Exmor CMOS ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে। ১২ এবং ১৪ মেগাপিক্সেল। আইএসও ২০০ থেকে ১২,৮০০। দুটি মডেলেই ৩ ইঞ্চি আর্টিকুলেটেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে এ-৫০০ মডেলে রেজ্যুলুশন ২৩০,০০০ ডট, আর এ-৫৫০ মডেলের জন্য ৯২১,৬০০ ডট। দুটি ক্যামেরাই সনি মেমোরী ষ্টিকের পাশাপাশি এসডি/এসডি এইচসি কার্ড ব্যবহার করবে।
এ-৫০০ মডেলে ভিউ ফাইন্ডার ব্যবহার করে সেকেন্ডে ৫টি ছবি উঠানো যাবে, লাইভ ভিউ ব্যবহার করলে ৪টি। এছাড়া অতিরিক্ত বার্ষ্ট মোডে ৭ ফ্রেম/সে ছবি উঠানো যাবে। অন্যদিকে এ-৫৫০ এর ক্ষেত্রে এই সংখ্যা ১৪ র, ৩২ জেপেগ।
ক্যামেরাদুটিতে দুটি ইমেজ একসাথে এর একটি ছবি তৈরীর ব্যবস্থা রয়েছে (পেনট্যাক্স কে-৭ এই পদ্ধতি ব্যবহার করে)।
ক্যামেরাদুটি অক্টোবরে বাজারে ছাড়ার কথা। লেন্স বাদে এ-৫০০ এর দাম ৭৫০ ডলার এবং এ-৫৫০ এর দাম ৯৫০ ডলার। এরসাথে ১০০ ডলার যোগ করে ১৮-৫৫ মিমি কিট লেন্স নেয়া যাবে।
No comments:
Post a Comment