গত সপ্তাহে সনি তাদের প্লেষ্টেশন-৩ এর দাম কমানোর ঘোষনা দেয়ার পর এবার মাইক্রোসফট তাদের গেম কনসোল এক্স-বক্স এর দাম কমানোর ঘোষনা দিল। এক্স-বক্স ৩৬০ এলিট এবং প্লেষ্টেশন-৩ উভয়ের দামই এখন সমান, ২৯৯ ডলার করে।
মাইক্রোসফট তিন ধরনের এক্সবক্স বিক্রি করে। অন্য দুই ধরনের এক্সবক্সের মধ্যে প্রো নামের মাঝারী কনসোলের দাম হবে আগের ২৯৯ ডলার থেকে কমে ২৪৯ ডলার এবং কমদামী এক্সবক্স আরকেড এর দাম হবে ১৯৯ ডলার। এই দাম আন্তর্জাতিক বাজারের হলেও এলাকা হিসেবে কমবেশি হতে পারে।
বিশ্বব্যাপি মন্দা এবং নতুন উল্লেখযোগ্য গেম বাজারে না আসায় এদের ব্যবসা খারাপ যাচ্ছে। দাম কমিয়ে সেটাকেই পুরন করার চেষ্টা চলছে।
দুটি প্রধান গেম কনসোল নির্মাতার দাম কমানোর ঘোষনার পর একমাত্র নিনটেনডোর দাম কমানোর ঘোষনা দেয়া বাকি থাকল। তাদের গেমকিউব তিন বছর আগে বাজারে আসার সময় যে ২৫০ ডলার ছিল এখন ও সেই দামই রয়েছে।
উল্লেখ করা যেতে পারে ৫ কোটি ২৬ লক্ষ কনসোল বিক্রি করে বিক্রেতার তালিকায় শীর্ষে রয়েছে নিনটেনডো। মাইক্রোসফট এক্সবক্স বিক্রি হয়েছে ৩ কোটি ১৪ লক্ষ এবং সনির প্লে ষ্টেশন বিক্রি হয়েছে ২ কোটি ৩৭ লক্ষ।
No comments:
Post a Comment