লেইকার হয়ত ক্যানন কিংবা নাইকনের মত ততটা পরিচিতি নেই, কিন্তু আগামী অক্টোবরে তারা চমকে দিচ্ছে ডিজিটাল ক্যামেরার জগতকে। তাদের Leica S2 ক্যামেরায় ব্যবহার করা হচ্ছে ৩৭.৫ মেগাপিক্সেল সেন্সর। ৩৫ মিমি সেন্সরকে বলা হয় ফুল ফ্রেম, যা থেকে ফিল্মের মানের ছবি পাওয়ার কথা। লেইকার সেন্সর তার থেকেও ৫৬% বড়। সাধারন মাপের ক্যামেরায় এতবড় সেন্সর এর আগে কেউ ব্যবহার করেনি। ওয়েদারপ্রুফ এই ক্যামেরা ঝড়বৃষ্টির মধ্যে ব্যবহার করলেও ক্যামেরার ক্ষতি হওয়ার সম্ভবনা নেই।
বলা হচ্ছে ক্যামেরার ডিজাইনাররা বর্তমানের এসএলআর এবং পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরাগুলি পর্যালোচনা করে এই ক্যামেরাকে সবচেয়ে সহজে ব্যবহারযোগ্য করেছেন। হাতে ধরার সময় একে ৩৫ মিমি ফিল্ম ক্যামেরা ব্যবহারের স্বাচ্ছন্দ পাওয়া যাবে।
এতে ডুয়াল সাটার সিষ্টেম ব্যবহার করা হয়েছে। এর পারফরমেন্সের সাথে মানানসই অনেকগুলি নতুন লেন্সও তৈরী করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে ১৯২৫ সালে জার্মানীর এই কোম্পানী ৩৫ মিলিমিটার ফিল্ম ক্যামেরার ধারনাই পাল্টে দিয়েছিল তাদের ক্যামেরা দিয়ে। বর্তমানের এই ক্যামেরাকে কেউ কেউ সেই সময়ের সাথে তুলনা করছেন।
প্রশ্ন করতে পারেন এই ক্যামেরা কি কাজে ব্যবহার করা হয়। নিচের ফ্যাসন পত্রিকার ছবিটি এই ক্যামেরায় উঠানো।
No comments:
Post a Comment