ল্যাপটপের বিক্রি ডেস্কটপকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। এই অগ্রযাত্রা আরো গতিপ্রাপ্ত হয়েছে যখন কমদামে ল্যাপটপ, নোটবুক এবং নেটবুক বাজারে আসতে শুরু করেছে। এখন অনায়াসে ৩০০ ডলারের নিচে বা তার কাছাকাছি ল্যাপটপ কেনা যায়। এতে যোগ হয়েছে তোসিবার ১৫ ইঞ্চি মনিটরের নতুন একটি ল্যাপটপ। এর মডেল L305-S5955
এতে রয়েছে ২,২ গিগাহার্টজ ইন্টেল সেলেরন ৯০০ প্রসেসর, ২ গিগাবাইট মেমোরী, ১৫.৪ ইঞ্চি ডিসপ্লে, ১৬০ গিগাবাইট সাটা হার্ড ড্রাইভ, ডিভিডি/সিডি রাইটার, ইন্টেল গ্রাফিক্স, ওয়াই-ফাই, ১০/১০০ ল্যান ইত্যাদি। উল্লেখ করা যেতে পারে ইন্টেল সেলেরন ৯০০ প্রসেসরে ১ মেগাবাইট ক্যাশ মেমোরী থাকে। এর বাস স্পিড ৮০০ মেগাহার্টজ।
তোসিবা ছাড়াও মোটামুটি একইরকম দামে ল্যাপট বিক্রি করছে এসার, এইচপি এরাও। এগুলির দাম ২৯৮ ডলার থেকে ৩২৯ ডলারের মধ্যে।
No comments:
Post a Comment