উইকিপিডিয়ার বৈশিষ্ট নিশ্চয়ই আপনি জানেন। কোন তথ্যের সংশোধনের কাজ আপনি নিজেও করতে পারেন। কারন তারা তাদের সাইটটি এভাবেই তৈরী করেছে। গুজ-গ্রেড এমন এক এপি-এডিটিং সার্ভিস যা ব্যবহার করে আপনি যে কোন ব্লগের ভুল সংশোধন করার পরামর্শ দিতে পারেন। এমনকি সেই সাইটটি যদি এই কাজের জন্য প্লাগ-ইন ব্যবহার না করে তাহলেও।
বিষয়টি হচ্ছে, আপনি যদি কোন ব্লগে ভুল তথ্য দেখেন এবং সেটি সংশোধন করতে চান তাহলে সরাসরি সেটা করে দেবেন। আপনার সংশোধন গুজগ্রেডের সাইটে জমা থাকে। সাইটের মালিক সেগুলি দেখে একে একে সংশোধন করতে পারে, অথবা একাজের জন্য প্লাগ-ইন ইনষ্টল করে নিতে পারেন।
এই পদ্ধতির সুবিধে হচ্ছে আগে গুজগ্রেড ব্যবহার করলে ব্যবহারকারী যে পরিবর্তন করত তা অনেকসময় অগোচরে থেকে যেত। এই পদ্ধতিতে তিনি জানতে পাবেন কোথায় কি পরিবর্তন করা হয়েছে।
গুজগ্রেড এর ওয়েব : http://www.goosegrade.com/
No comments:
Post a Comment