স্যামসাং আরেকটি আকর্ষনীয় নতুন মোবাইল হ্যান্ডসেট বাজারে আনছে। টি-মোবাইল সিরিজের এই সেটের নাম স্যামসাং টি-৭৪৯ হাইলাইট। মুলত ইন্টারনেটের দিকে লক্ষ্য রেখে তৈরী এই টাচফোনে কম্পিউটার ছাড়াই সোস্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার, ইমেইল ইত্যাদি কাজ খুব সহজে করা যাবে।
এর ডিসপ্লে ৩ ইঞ্চি। টাচস্ক্রিনে ফুল কিবোর্ড ব্যবহার করা যাবে। ডিসপ্লে ১৬ মিলিয়ন কালার। আকার এবং আয়তনেও সেটটি বেশ ছোট, ওজন ১০৫ গ্রাম। থ্রিজি ছাড়াও এতে কোয়াড ব্যান্ড জিএসএম, ডুয়াল ব্যান্ড এইচএসডিপিএ রয়েছে। এতে ইমেইল, এআইএম, উইন্ডোজ লাইভ মেসেঞ্জার, ইয়াহু মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করা যাবে।
সোস্যাল কানেকটিভিটির বাইরে এই সেটে রয়েছে ইউএসবি, এ২ডিপি সহ ব্লুটুথ, ৩ মেগাপিক্ষের ক্যামেরা, ভিডিও রেকর্ডিং এবং বিভিন্ন ফরম্যাটের কোডেক সাপোর্ট।
রং অনুযায়ী দুধরনের সেট বিক্রি করা হবে, ফায়ার এবং আইস। ফায়ারের রং লালের ওপর কমলা এবং আইসের রং নীলের ওপর কালো।
দুবছরের কন্ট্রাক্টসহ আমেরিকায় এই হ্যান্ডসেটের দাম ১৫০ ডলার। এমাস থেকেই সেটটি বাজারে পাওয়া যাবে।
No comments:
Post a Comment