বহনযোগ্য হার্ডডিস্ক ব্যবহারের সময় একটা ভয় থেকেই যায়, হাত থেকে পড়ে গেলে, পানি লাগলে এমনকি ঝাকুনি লেগে নষ্ট হতে পারে। মুল্যবান তথ্য হারিয়ে যেতে পারে চিরদিনের জন্য। এই সমস্যার সমাধান দিতে হার্ডডিস্ক/মাল্টিমিডিয়া প্লেয়ার বাজারে এনেছে লা-সি। এর নাম লা-সিনেমা রাগড এইচডি (LaCinema Rugged HD)। নাম থেকেই বোঝা যাচ্ছে এটা শুধু পোর্টেবল হার্ডডিস্ক হিসেবেই কাজ করবে না বরং অডিও-ভিডিও প্লেয়ার হিসেবে ব্যবহার করা যাবে। হাই ডেফিনিশন টিভির সাথে সরাসরি সংযোগ দেয়া যাবে একে।
এতে হাই-ডেফিনিশন এবং কম্পোজিট আউটপুট ছাড়াও ইউএসবি ২.০ ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে। এর নিজস্ব প্রায় সব ধরনের কোডেক রয়েছে। এল্যুমিনিয়ামের এপর রাবার দিয়ে ঘেরা ছোট আকারের এই হার্ডডিস্ক সহজে ব্যবহারের জন্য রিমোটও রয়েছে।
৫০০ গিগাবাইট ধারনক্ষমতার এই হার্ডডিস্ক/প্লেয়ারের দাম ৩৫০ ডলার।
No comments:
Post a Comment