মোবাইল ফোনের জন্য সফটওয়্যার তৈরী করে বিক্রি করতে চান ? স্যামসাং সে সুযোগ করে দিতে আজ (৩০ জুলাই) থেকে চালু করছে তাদের সেলার সাইট। সিমবিয়ান, উইন্ডোজ মোবাইল, জাভা যা-ই হোক না কেন, আপনার তৈরী সফটওয়্যার সেখানে রাখতে পারবেন, বিক্রি করতে পারবেন, বিক্রির হিসাব পাবেন, ব্যবহারকারীর রেটিং জানতে পাবেন।
মোবাইলের জন্য এধরনের এপ্লিকেশন বিক্রির বিষয়ে নতুনত্ব নেই। এপল বহুদুর এগিয়ে গেছে এই ব্যবসায়। বরং বলা যায় স্যামসাং অনেক দেরীতে শুরু করছে। এবছর শুরুর দিকে তারা বেটা ভার্শন চালু করে ইংরেজি এবং জার্মান ভাষায়। বিশ্বের বিভিন্ন আঞ্চলিক ভাষায় এটা চালু করার কথা আগামী দুমাসের মধ্যেই।
ওয়েবসাইটে নাম লেখানোর জন্য ১ ডলারের এন্ট্রি ফি দিতে হবে। সদস্য হওয়ার পর বিক্রির চুক্তি অনলাইনে সরাসরি পাওয়া যাবে এবং বিক্রির অবস্থা তাৎক্ষনিকভাবে ওয়েবসাইট থেকে জানা যাবে।
No comments:
Post a Comment