কারো পছন্দ বিশাল আকারের টাচস্ক্রিণ। ফোন যত বড় সৌন্দর্য্য তত বেশি। আবার কারো পছন্দ একেবারে ছোট আকারের ফোন। যেন জিনসের পকেটেও রাখা যায়। সেইসাথে ফোনে যাকিছু থাকা সম্ভব সবই থাকবে। নোকিয়ার বিজনেস ফোন ই-৫২ দ্বিতীয় ধরনের। মোবাইল ফোনে যাকিছু থাকা সম্ভব তার সবকিছই রয়েছে, সেইসাথে এর গঠন খুব সহজে ব্যবহারযোগ্য। এর পুরুত্ব ১ সেমি এর কম। ওজন মাত্র ৯৮ গ্রাম। ই সিরিজের ফোনে সাধারনত মাল্টিমিডিয়ার ওপর জোর দেয়া হয় না, মেটালিক কালারের এই ফোনে সেটাও করা হয়েছে। এক চার্জে এতে গান শোনা যাবে ১৪ ঘন্টা, কথা বলা যাবে ৮ ঘন্টা (থ্রিজি ৬ ঘন্টা) এবং ষ্ট্যান্ডবাই ২৮ দিন।
এর স্ক্রিণ ২.২৪ ইঞ্চি, ২৪০ - ৩২০ পিক্সেল। ঘুরানোর জন্য এক্সিলারোমিটার সেন্সর রয়েছে। নিজস্ব মেমোরী ৬০ মেগাবাইট, সাথে ১৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট (১ গিগাবাইট সেটের সাথে দেয়া হয়)।
এতে রয়েছে জিপিআরএস ক্লাস ৩২, এজ ক্লাস ৩২, থ্রিজি (এইচএসডিপিএ ১০.২ এমবিপিএস, এইইচএসইউপিএ ২ এমবিপিএস), ওয়াই-ফাই (ইউপিএনপি), ব্লুটুথ ২.০, ইউএসবি ২.০ ইত্যাদি সব ধরনের সংযোগের ব্যবস্থা। ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও রেকর্ডিং, দ্বিতীয় ভিডিওকল ক্যামেরাও রয়েছে। আরডিএস সহ এফএম রেডিও রয়েছে।
সব ধরনের অডিও-ভিডিও সাপোর্ট সহ রয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ ভিউয়ার। এ-জিপিএস, নোকিয়া ম্যাপ ৩.০।
এর প্রসেসর ৬০০ মেগাহার্টজ (আরম)। নোকিয়া বাংলাদেশ জানিয়েছে আগষ্ট মাসে সেটটি ঢাকার বাজারে পাওয়া যাবে।
July 30, 2009
নোকিয়া ই-৫২ বিজনেস মোবাইল বাজারে Nokia E-52 available
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment