হাত থেকে আছড়ে পড়লেও ক্ষতি হবে না, পানিতে ভিজলে এমনকি ডুবিয়ে রাখলেও ফোন নষ্ট হবে না এমনটি হলে নিশ্চয়ই ভাল হয়। ঠিক সেটাই করতে যাচ্ছে নোকিয়া। তাদের নতুন ফোন ৩৭২০ ক্লাসিক এমনই ফোন যা পানিতে নষ্ট হবে না, আছড়ে পড়লেও ক্ষতি হবে না। এর আগে একবার তারা এধরনের ফোন বাজারে ছেড়েছিল (৫১৪০)। সেটটি আইপি-৫৪ সার্টিফায়েড, যার অর্থ ধুলাবালি, পানি ইত্যাদি রোধক।
ফোনটি ষ্টেনলেস ষ্টিলের তৈরী। সংযোগের যায়গাগুলি ভালভাবে সীল করা যেন পানি না ঢোকে। কয়েকদিন থেকেই এই ফোনের খবর পাওয়া যাচ্ছিল। এখন নোকিয়া ঘোষনা দিয়ে সেটা নিশ্চিত করল।
সেটটি সাধারনমানের, অর্থাৎ এতে স্মার্টফোনের সবকিছু নেই। থ্রিজি নেই। জিপিআরএস এবং এজ ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করতে হবে। এছাড়া এতে ২.২ ইঞ্চি ডিসপ্লে, এলইডি ফ্লাশ সহ ২ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ ২.১, এফএম রেডিও, ২.৫ মিমি অডিও জ্যাক, মাইক্রো ইউএসবি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট, সাথে ১ গিগাবাইট কার্ড দেয়া হবে।
এবছরই সেটটি বাজারে পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে। ধুসর এবং হলুদ রঙের এই সেটটির দাম হয়ে আনুমানিক ১৫০ ডলার।
No comments:
Post a Comment