আইফোন থ্রিজিএস এখন আনলকড ফোনের মতই ব্যবহারযোগ্য। এর লক ভাঙার সফটওয়্যার (জেলব্রেক) পার্পল রেইন পাওয়া যাচ্ছে। আইফোন বাজারে আসার প্রথম দিন থেকে এই কাজে নিয়োজিত জিওহট (George Hotz) এই কাজ করেছে। তার তৈরী জেলব্রেক সফটওয়্যার ৩.০ ফার্মঅয়্যরে চলা আইফোন থ্রিজিএস আনলক করতে পারে। এরফলে যে কোন নেটওয়ার্কে আইফোন ব্যবহার করা যাবে।
পার্পলরেইন (PurpleRa1n) শুধুমাত্র ফার্মঅয়্যার ৩.০ তে কাজ করবে। এপল এরই মধ্যে ৩.১ এর বেটা ভার্শন রিলিজ করেছে। যদি সেটা ইনষ্টল করা হয় তাহলে এই সফটওয়্যার কাজ করবে না। এছাড়া এই সফটওয়্যার রান করার জন্য উইন্ডোজ (৭ এর আগের কোন ভার্শন) ব্যবহার করতে হবে এবং নতুন ভার্শনের আইটিউন ইনষ্টল করে ওপেন রাখতে হবে। তবে জিওহট জানাচ্ছে এই সফটওয়্যার এখনও বেটা পর্যায়ের। সেকারনে সবকিছু ঠিকমত কাজ নাও করতে পারে।
জেলব্রেক করার পর পুরোপুরি আনলক করার জন্য ultrasn0w ইউটিলিটি রান করতে হবে। আইফোন ডেভেলপমেন্ট টিমের বক্তব্য অনুযায়ী এটা ঠিকমত কাজ করার কথা। একবার আনলক করলে এপল অনুমোদন করে না এমন সফটওয়্যার এতে ব্যবহার করা যাবে। উল্লেখ করা যেতে পারে বর্তমানে আইফোনে ব্যবহারের জন্য শুধুমাত্র এপল এপ ষ্টোর থেকে সফটওয়্যার কিনতে হয়। ১৭ বছর বয়সে জর্জ হটজ এই রীতির বিরুদ্ধে কাজ শুরু করেন এবং কিভাবে অন্য সফটওয়্যার ব্যবহার করতে হবে সেটা শেখানোর দায়িত্ব নিয়েছেন।
No comments:
Post a Comment