প্যানাসনিক তাদের AVCCAM সিরিজের প্রফেশনাল ক্যামেরায় নতুন আরেকটি মডেল যোগ করার ঘোষনা দিয়েছে। এই ক্যামেরায় AVCHD ফরম্যাটে HD ভিডিও রেকর্ড করা হয়। ক্যামেরার সাথে ক্যানোপাসের এডিয়াস নিও ২ ভিডিও এডিটিং সফটওয়্যার দেয়া হবে। ছোট আকারের এই প্রফেশনাল ক্যামেরার ১০ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে।
ক্যামেরাটি প্যানাসনিকের আগের মডেল AG-HMC40 এর একই কনফিগারেশনের। সেন্সর, বাটন, ক্যামেরার আকার সবকিছুই অপরিবর্তিত। মনে হবে এর সাথে দেয়া সফটওয়্যারটিই একমাত্র পার্থক্য।
আগষ্ট থেকে জাপানে ক্যামেরাটি কিনতে পাওয়া যাবে। এর দাম ২,৭০০ ডলার।
No comments:
Post a Comment