আমেরিকায় অয়্যাললেস ইন্টারনেটের ব্যবহার দ্রুত বাড়ছে। ২০০৭ এর তুলনায় এই বৃদ্ধির পরিমান ৭৩ শতাংশ। এক জড়িপে দেখা গেছে বর্তমানে শতকরা ৫৬ জন আমেরিকান অয়্যারলেস ইন্টারনেট ব্যবহার করে। সেটা ল্যাপটপের মাধ্যমেই হোক অথবা মোবাইল ফোন, গেম কনসোল, এমপিথ্রি প্লেয়ারের মাধ্যমেই হোক। এদের মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারের পরিমান বেড়েছে সবচেয়ে বেশি। বর্তমানে ২৩ শতাংশ মানুষ মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহার করে। সবকিছু মিলিয়ে ৩২ ভাগ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ইমেইল, মেসেজিং, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজে।
ব্যবহারকারীদের মধ্যে সাদা আমেরিকানের চেয়ে আফ্রিকান আমেরিকান সংখ্যায় বেশি। আফ্রিকান আমেরিকানদের মোবাইল ইন্টারনেট ব্যবহারের হার ২৯ শতাংশ, অন্যদিকে সাদা আমেরিকানের ব্যবহারের হার ১৭ শতাংশ। মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকলে সাদা আমেরিকানের চেয়ে আফ্রিকান আমেরিকানের ইন্টারনেট ব্যবহারের সম্ভাবনা ৭০ ভাগ বেশি।
ইন্টারনেট ব্যবহারের কাজের মধ্যে রয়েছে ইমেইল চেক করা, টেক্সট মেসেজ পাঠানো বা গ্রহন করা, ছবি ব্যবহার, গেম খেলা, ওয়েব পেজ দেখা, ভিডিও দেখা, ম্যাপ দেখা, গান শোনা ইত্যাদি।
No comments:
Post a Comment