ইউটিউব ঘোষনা করেছে তারা ব্যবহারকারীদের ভিডিও আপলোডের জন্য যায়গার বরাদ্দ ১ গিগাবাইট থেকে বাড়িয়ে ২ গিগাবাইট করছে। এর ফলে ভাল মানের এবং বড় আকারের হাইডেফিনিশন ভিডিও আপলোড করা যাবে। হাই ডেফিনিশন ভিডিওকে সেখানে রাখা ছাড়াও নিজস্ব ওয়বসাইটে বা অন্য কোথাও রেখে লিংক ব্যবহার করা যাবে।
হাই ডেফিনিশন ভিডিওর চাহিদা ক্রমাগত বেড়ে চলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে ধারনা করা হচ্ছে। ইউটিউবের মুখপাত্র জানিয়েছেন, যায়গা এবং ফাইলের আকার বড় হলেও ১০ মিনিটের সময়সীমা আগের মতই থেকে যাচ্ছে।
No comments:
Post a Comment