জনপ্রিয়তায় দ্বিতীয় অবস্থানে থাকা ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার ফায়ারফক্সের নতুন ভাশর্ন ৩.৫ ছাড়া হয়েছে। বর্তমানের ব্রাউজিং সফটওয়্যারের প্রতিযোগীতায় এটা ফায়ারফক্সের আরো একধাপ অগ্রগতি। তবে ফায়ার ফক্স ৩ ছাড়ার সময় যেমন আগের ভার্শন থেকে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল তেমন উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়বে না এতে। তবে সকলেই স্বীকার করছেন, এপর্যন্ত ফায়ারফক্সে যতগুলি ভার্শন ছাড়া হয়েছে তারমধ্যে এটা সবচেয়ে উন্নত। উইন্ডোজ, উইন্ডোজ পোর্টেবল, ম্যাক এবং লিনাক্সের জন্য ফায়ারফক্স ডাউনলোড করা যাবে তাদের ওয়েবসাইট থেকে।
ইন্টারনেট এক্সপ্লোরার-এ যা প্রাইভেট ব্রাউজিং নামে পরিচিত (এক্সপ্লোরারে ইনপ্রাইভেট, ক্রোমে ইনকগনিতো, সাফারীতে প্রাইভেট ব্রাউজিং) তা ফায়ারফক্সে আনা হয়েছে। এরফলে ব্যবহারকারী কোন ওয়েবসাইটে গেছেন তার কোন চিহ্ন না রেখেই বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। টুল মেনু অথবা Ctrl+Shift+P চাপ দিয়ে ব্যবহারকারী ব্রাউজার হিষ্টোরী, কুকি এবং অন্যান্য বিষয়গুলি অন-অফ করতে পারবেন। আগের ক্লিয়ার রিসেন্ট হিষ্টোরী অপশন-এর বদলে এই অপশন ব্যবহার করতে হবে।
এর সত্যিকারের পরিবর্তন আনা হয়েছে কাজের পদ্ধতিতে। বিভিন্ন ধরনের ওয়েবপেজ কিভাবে, কত দ্রুত ওপেন করতে পারে তার মধ্যে। HTML5 ভিডিও এবং অডিও এলিমেন্ট যোগ করা হয়েছে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে দ্রততার সাথে কাজ করে। ফায়ারফক্সের আগের ভার্শন থেকে দ্রুত কাজ করে এটা পরিস্কার হয়েছে এরই মধ্যে।
ডাউনলোডের জন্য দেয়ার ৭ ঘন্টার মধ্যে ২০ লক্ষের বেশিবার ডাউনলোড করা হয়েছে। ব্যবহারের সময় কি সুবিধা পাওয়া যায় কিংবা কোন সমস্যা পাওয়া যায় কিনা তা জানার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না।
No comments:
Post a Comment