প্রযুক্তির ক্ষেত্রে বেটা এমন একটি শব্দ যা থেকে মানুষ বুঝে যায় সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। এখনও সত্যিকারের যে পরীক্ষা তাতে উন্নিত হয়নি। সাধারনত এই পরীক্ষা চলে কয়েক সপ্তাহ, কিংবা কয়েক মাস। যতক্ষন না বেটা নামটি বাদ দেয়া হয়।
জিমেইল শুরু করার ৫ বছর পেরিয়ে যাওয়ার পর গুগল সেখান থেকে বেটা শব্দটি বাদ দিচ্ছে। একজন ব্যবহারকারীর মনে হতে পারে এই মুহুর্তে এতে নতুন কি করা হল। গুগল জানাচ্ছে তেমন কিছুই চোখে পড়বে না। ব্যবহারকারী আগে যেমন কাজ করতেন তেমই কাজ করবেন (যদিও দুদিন আগে ড্রাগ এন্ড ড্রপ চালুর কথা জানানো হয়েছে)।
তাহলে বেটা শব্দটি বাদ দেয়া এত গুরুত্বপুর্ন কেন গুগলের কাছে ?
তাদের ওয়েবসাইটে বলা হয়েছে এটা নিশ্চিত করে সফটওয়্যারটি কাজের জন্য নির্ভরযোগ্য।
এত দীর্ঘ্য সময় ধরে বেটা শব্দটি বয়ে বেড়ানোর কারন জানিয়েছেন জিমেইল ডেভেলপমেন্টে টিমের সদস্যরা। তাদের ভাষা, পুরো সময়টা জুড়েই নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে। এখন মনে করা হচ্ছে এতে প্রয়োজনীয় সবকিছুই রয়েছে।
No comments:
Post a Comment