মাইক্রোসফট জানিয়েছে, আমরা খুব বেশি কিছু যোগ করতে যাচ্ছি না। যাকিছু পরিবর্তন তা করা হয়ে গেছে এবং কাজের জন্য তৈরী রয়েছে।
রিলিজ ক্যান্ডিডেটে বেটা ভার্শন থেকে সত্যিকারের কাছাকাছি উইন্ডোজ এক্সপ্লোরার ৮ যোগ করা হয়েছে। এতে ইন্টারনেটের ভিডিও ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।
রিলিজ ক্যান্ডিডেটের পাশাপাশি মাইক্রোসফট এক্সপি মোডের বেটা ভার্শনও তৈরী করছে। এটা ব্যবহার করে উইন-সেভেনে এক্সপিতে কাজ করে এমন সফটওয়্যার চালানো যাবে। তবে ভিসতার সফটওয়্যার এতে চলবে না।
No comments:
Post a Comment