May 1, 2009

মাইক্রোসফট উইন্ডোজ ৭ রিলিজ ক্যান্ডডেট ৫ তারিখে Win 7 RC on 5 May

মাইক্রোসফট এখনও জানায়নি তাদের পরবর্তী অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ৭ কখন বাজারে ছাড়া হবে। তবে ফাইনাল ভার্শনের কাছাকাছি রিলিজ ক্যান্ডডেট ইন্টারনেটে দেয়া হয়েছে এমএসডিএন এবং টেকনেট গ্রাহকদের জন্য। সকলের জন্য উন্মুক্ত করা হবে ৫ মে তারিখে। এই ভার্শনের সাথে ফাইণাল ভার্শনের পার্থক্য খুব কমই থাকবে বলে জানিয়েছে তারা। এটা এক বছরের বেশি ব্যবহার করা যাবে।

মাইক্রোসফট জানিয়েছে, আমরা খুব বেশি কিছু যোগ করতে যাচ্ছি না। যাকিছু পরিবর্তন তা করা হয়ে গেছে এবং কাজের জন্য তৈরী রয়েছে।

রিলিজ ক্যান্ডিডেটে বেটা ভার্শন থেকে সত্যিকারের কাছাকাছি উইন্ডোজ এক্সপ্লোরার ৮ যোগ করা হয়েছে। এতে ইন্টারনেটের ভিডিও ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।

রিলিজ ক্যান্ডিডেটের পাশাপাশি মাইক্রোসফট এক্সপি মোডের বেটা ভার্শনও তৈরী করছে। এটা ব্যবহার করে উইন-সেভেনে এক্সপিতে কাজ করে এমন সফটওয়্যার চালানো যাবে। তবে ভিসতার সফটওয়্যার এতে চলবে না।

অনেকেরই ধারনা এবছর শেষদিকে বড়দিনের কেনাকাটার সময় উইন্ডোজ সেভেন বাজারে ছাড়া হবে।

No comments:

Post a Comment