May 1, 2009

প্যানাসনিকের প্রফেশনাল ভিডিও ক্যামেরা Panasonic AG-HMC40

প্যানাসনিক তুলনামুলক কমদামের ছোট আকারের ফ্লাশ মেমোরী ভিত্তিক প্রফেশনাল ক্যামেরার ঘোষনা দিয়েছে AG - HMC40 মডেলের এই ক্যামেরা তাদের প্রফেশনাল AVCCAM ধরনের এই লাইনের অন্যান্য ক্যামেরার মত এটিই AVCHD ফরম্যাটে SD/SDHC মেমোরী কার্ডে রেকর্ড করবে এই লাইনের অন্যান্য ক্যামেরার তুলনায় ছোট আকারের এবং হাল্কা এই ক্যামেরার দামও এই পর্যায়ের অন্যদের তুলনায় কম, ৩,১৯৫ ডলার আগামী জুলাই থেকে এটা বাজারে পাওয়া যাবে

ক্যামেরাটিতে ৩টি ১/৪.১ ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে (অন্য মডেলগুলিতে সিসিডি সেন্সর) এতে ১০.৬ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে সবচেয়ে ভাল মোডে ভিডিও করার সময় এটা ২৪ মেবিট/সে ডাটা ট্রান্সফার করতে পারবে সেটিং পরিবর্তন করে ১৭, ১৩, এবং ৬ বিট ব্যবহার করা যাবে সবচেয়ে ভাল মানে ভিডিও সেটিংএ ৩২ গিগাবাইট কার্ডে ৩ ঘন্টার ভিডিও রেকর্ড করা যাবে

প্রফেশনাল ক্যামেরার সব ফিচারই এতে রয়েছে সাধারনত প্রফেশনাল ক্যামেরায় ষ্টি ছবির বিষয়টি গুরুদ্ব পায় না এতে ১০ মেগাপিক্সেল ষ্টি ছবির সুযোগ রেখে অনন্য করা হয়েছে এছাড়া প্রো ক্যামেরায় ফেস ডিটেকসন ব্যবহার করা হয় না, এতে তাও রাখা হয়েছে

২.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, টাচস্ত্রিন মেনু, বড় আকারের ইলেকট্রনিক ভিউফাইন্ডার, হাই-ডেফিনিশন আউটপুট, ইউএসবি, কম্পোজিট আউট, এভি আউট, মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক সব মিলিয়ে ক্যামেরাটি অনেকের কাছে আকর্শনীয় মনে হবে এর ওজন মাত্র ১ কেজি

No comments:

Post a Comment