টরেন্ট কাজ করে পিয়ার টু পিয়ার (সংক্ষেপে পিটুপি) নেটওয়ার্কে। যার অর্থ আপনি এই শেয়ারিং ওয়েবসাইট ব্যবহার করে এমন কারো কম্পিউটার-এর সাথে ফাইল শেয়ার করবেন। এই ব্যবহারকারী কয়েকশত কিংবা কয়েক হাজার হতে পারে। প্রত্যেকের কাছ থেকে একটু একটু করে এসে জমা হবে আপনার কম্পিউটারে। স্বাভাবিকভাবেই আপনার কম্পিউটারে যেটুকু জমা হয়েছে সেটা যার কাছে নেই তার কাছে আপলোড হবে। ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে, ডাউনলোডের স্পিড তত বাড়বে।
কাজটি কিভাবে করবেন জেনে নিন।
ডাউনলোডের জন্য বিট টরেন্ট ক্লায়েন্ট নামে একধরনের সফটওয়্যার ব্যবহার করতে হয়। এজন্য অনেকগুলি সফটওয়্যারের প্রচলন রয়েছে, যেমন বিটটরেন্ট, মিউটরেন্ট, এজুরেস, বিটলর্ড ইত্যাদি। এখানে উদাহরন হিসেবে মিউ-টরেন্ট (uTorrent) উল্লেখ করা হচ্ছে।
প্রথমে uTorrent ওয়েবসাইটে গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইনষ্টল করুন। সবশেষ ভার্শন ১.৮.২, ফাইল সাইজ ২৫০ কিলোবাইটমত। এটি চালু রাখুন।
এর পরের কাজ কোন শেয়ারিং ওয়েবসাইটে যাওয়া এবং নির্দিষ্ট ফাইল খুজে বের করা। সফটওয়্যার, গেম, মিউজিক, ভিডিও, ই-বুক এর জন্য মিনিনোভা (mininova) অত্যন্ত ভাল সাইট। সেখানে সবকিছু ধরন অনুসারে সাজানো থাকে। সেখান থেকে আপনার প্রয়োজনীয় ফাইল খুজে বের করুন (অথবা সার্চ বক্সে টাইপ করে সার্চ করুন), ডাউনলোড আইকনে ক্লিক করুন। ডাউনলোডার হিসেবে মিউটরেন্ট সিলেক্ট করুন। ডাউনলোড শুরু হবে। আপনি কম্পিউটার বন্ধ করলেও সমস্যা নেই। যখনই আবার চালু করবেন তখন ডাউনলোড হতে থাকবে। বড় ধরনের কিছু ডাউনলোড করতে কয়েক দিন, কিংবা কয়েক মাসও লেগে যেতে পারে।
No comments:
Post a Comment