সনি এরিকশন জানিয়েছে তারা সনির গেম কনসোল প্লে-ষ্টেশনের আদলে টাচস্ক্রিণ মোবাইল ফোন আনছে। প্লে-ষ্টেশন ৩ এর সাথে কানেক্ট করে ভিডিও গেম চালানো যাবে আইনো নামের এই সেট ব্যবহার করে। ৮ মেগাপিক্সেলের এই ক্যামেরায় জিএসএম, ইউএমটিএ, এইচএসপিএ এবং ওয়াই-ফাই থাকবে। এতে মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করা যাবে।
এছাড়া তারা সাটিও নামে ১২ মেগাপিক্সেলের আরেকটি হ্যান্ডসেট প্রদর্শন করেছে। আগে একে আইডু নামে ছাড়ার ঘোষনা দেয়া হয়েছিল। এটা সনি এরিকশনের প্রথম সিমবিয়ান ফোন।
ইয়ারি নামে আরেকটি ফোন তারা প্রদর্শন করে যাতে নিনটেনডোর মত গেম কনসোল বিল্ট-ইন। ৫ মেগাপিক্সেল ক্যামেরা, স্লাইডার কিবোর্ড সহ এই ক্যামেরায় আইনোর-র মত সব ধরনের অয়্যারলেস কানেকটিভিটি রয়েছে।
No comments:
Post a Comment