আদার ওয়ার্ল্ড কম্পিউটিং সংক্ষেপে ওডব্লিউসি নতুন এক ষ্টেরেজ ডিভাইস (হার্ডডিস্ক) বাজারে এনেছে ৫০০ গিগাবাইট ধারনক্ষমতার। এর জন্য পৃথকভাবে পাওয়ার দেয়া প্রয়োজন হবে না। ইউএসবি ২.০ অথবা ফায়ারঅয়্যার পোর্টে কানেক্ট করলেই কাজ করবে। এর ডাটা ট্রান্সফার রেট ১০০ মেবা/সে। উইন্ডোজ এবং ম্যাক অপারেটি সিষ্টেমে এটি কাজ করবে। এর ৫০০ গিগাবাইট ধারনক্ষমতা কতটুকু ধারনা পাবার জন্য একটি উদাহরনই যথেষ্ট, এতে ২৫০ টি ডিভিডি মুভি কপি করে রাখা যাবে। এর নাম ওডব্লিউসি মারকারি অন-দা-গো প্রো। এর আকার ৩.৫ ইঞ্চি – ৫.৫ ইঞ্চি – ১ ইঞ্চি। এর ৩টি মডেল পাওয়া যাবে, একটি ট্রিপল ইন্টারফেসের অর্থাৎ ফায়ারঅয়্যার ৮০০/৪০০ এবং ইউএসবি ২.০ পোর্টে ব্যবহার করা যাবে, আরেকটি কমবো, এগুলি ফায়ারঅয়্যার ৪০০ এবং ইউএসবি পোর্টে কাজ করবে, তৃতীয়টি শুধুমাত্র ইউএসবি পোর্টে কাজ করবে। উইন্ডোজ ৯৮ সেকেন্ড এডিসন থেকে শুরু করে পরবর্তী ভার্শনের উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিষ্টেমে এগুলি সরাসরি কাজ করবে। এগুলির দাম ইন্টারফেস অনুযায়ী ১৯০ ডলার থেকে ২৪০ ডলার।
আকর্ষনীয় এই ড্রাইভগুলি শকপ্রুফ আবরনে রাখা, সাথে ক্যারিং কেস দেয়া হয়। কোম্পানীর ওয়ারেন্টি ৩ বছরের। এরসাথে ২০০ ডলার মুল্যের বিভিন্ন ইউটিলিটি সফটওয়্যার দেয়া হয়।
উল্লেখ করা যেতে পারে, এটিই প্রথম ৭২০০ আরপিএম এর ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। অন্যান্য কোম্পানীর এধরনের যে হার্ডডিস্কগুলি বাজারে পাওয়া যায় সেগুলি ৫৪০০ আরপিএম।
No comments:
Post a Comment