এন্ড্রয়েড লিনাক্স ভিত্তিক অপারেটিং সিষ্টেম। মুলত মোবাইল ফোনের জন্য তৈরী। বর্তমানে একে অল্প দামের ল্যাপটপে ব্যবহারের কথা ভাবা হচ্ছে, যেমন মুলত ইন্টারনেট ব্যবহারের উপযোগি নেটবুক। নির্মাতারা ২০০ ডলারের মধ্যে নেটবুক তৈরীর চেষ্টা করে যাচ্ছেন। ল্যাপটের বাজার দখল করে রাখা এইচপি-ও এন্ড্রয়েড ভিত্তিক নেটবুক তৈরী করছে বলে জানা গেছে।
May 1, 2009
এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম দিয়ে কম্পিউটার Laptop with Android OS
গুগলের ওপেনসোর্স অপারেটিং সিষ্টেম ব্যবহার করে নেটবুক আগামী তিন মাসের মধ্যে সাধারনের ব্যবহারের জন্য পাওয়া যাবে। আলফা ৬৮০ নামের এই ল্যাপটপ পরীক্ষার চুড়ান্ত পর্বে রয়েছে। এতে ৫৩৩ মেগাহার্টজ আরম ১১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এলসিডি ডিসপ্লে ৭ ইঞ্চি। এতে কিবোর্ড, টাচপ্যাড ছাড়াও বিল্ট-ইন ওয়াই-ফাই থাকবে। এর দুই সেল ব্যাটারী চলবে ২ থেকে ৪ ঘন্টা, যা আগের ধারনার চেয়ে অনেক কম। এর দাম হবে ২৫০ ডলার।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment