অন-ওয়ান এর বিখ্যাত প্লাগইন ফটো-টুলস এর লাইট ভার্শন ২ বিনামুল্যে দেয়ার ঘোষনা দেয়া হয়েছে। বিনামুল্যের এই ফটো-টুলস লাইট ২ তে মুল সফটওয়্যারের ১৪টি ইফেক্ট ব্যবহার করা যাবে এবং ফটোশপ সিএস২, সিএস৩ এবং সিএস৪ এর সাথে ব্যবহার করা যাবে। তবে লাইটরুম এবং এপারচার এর সাথে ব্যবহার করা যাবে না। লাইট ভার্শনের ১৪টি ইফেক্টের মধ্যে রয়েছে ব্লাক সফট, ব্লিচ বাইপাস, বুষ্ট কালার, ক্রোম, ক্রশ প্রসেস, ডিজিটাল ফিল ফ্লাশ, সুপার সার্পেনার, টার্বো বুষ্ট ইত্যাদি।
উল্লেখ করা যেতে পারে ডিজিটাল ফটোগ্রাফির জন্য বহুল ব্যবহৃত এই সফটওয়্যারের ষ্ট্যান্ডার্ড ভার্শনে রয়েছে আরো ১৬৭টি ইফেক্ট এবং প্রফেশনাল ভার্শনে লাইটরুম এবং এপারচার এর সাথে ব্যবহারের সুবিধা ছাড়াও জ্যাক ডেভিসের অতিরিক্ত ৫০টি এবং কেভিন কুবোটার ৬২টি ইফেক্ট।
No comments:
Post a Comment