বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের প্রযুক্তি ৪জি (লং টার্ম এভোলুশন, এলটিই) পরীক্ষা করা হয়েছে। সেগুলি ছিল পরীক্ষাই। সুইডেন প্রথমবারের মত বানিজ্যিক কাজে ব্যবহারের পরীক্ষা চালাচ্ছে। এজন্য তারা বেজ ষ্টেশ স্থাপন করেছে। চালু হলে তাদের দাবী অনুযায়ী এর গতি হবে বর্তমানের থ্রিজি-র গতির চেয়ে ১০ গুন বেশি। যার অর্থ দাড়ায় সেকেন্ডে ৬০ মেগাবিট থেকে ১০০ মেগাবিট। সুইডেনের জাতিয় টেলিকমিউনিকেশন সংস্থা টালিয়া একথা নিশ্চিত করেছে।
৪জি-র এই ঘোষনায় রীতিমত বিতর্কের সৃষ্টি হয়েছে। মাত্র ১ সপ্তাহ আগে টেলিনর এক বিজ্ঞাপনে মোবাইল ব্রডব্যান্ডের যে সর্বোচ্চ সীমা উল্লেখ করেছিল এই ঘোষনা তার বিরোধী। টেলিনর একে অবাস্তব বলে আখ্যায়িত করেছে। কোন কোন সংস্থা ৪জি ধারনার সমালোচনা করেছে। তাদের বক্তব্য টেলিকম শিল্পের দুর্বলতা হচ্ছে যখন কোন প্রযুক্তি সবে তার বিনিয়োগ উঠাতে চেষ্টা করে তখনই নতুন আরেক প্রযুক্তি এনে হাজির করা হয়। কেউ কেউ একে মিডিয়ার তৈরী প্রচারনা বলে মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন এবিষয়ে সুইডের প্রথম হওয়ার দাবী করতে পারে না কারন আগেই ওয়াইম্যাক্স চালু হয়েছে। আমেরিকায় অন্তত দুটি অংগরাজ্যে, বাল্টিমোর এবং পোর্টল্যান্ডে এর ব্যবহার রয়েছে। এবং ওয়াইম্যাক্স আসলে ৪জি। তাদের উচিত ছিল ৪জি না বলে এলটিই উল্লেখ করা।
বিতর্ক যতই হোক, আগেই যেমনটা উল্লেখ করা হয়েছে, ৪জি বা এলটিই এর পরীক্ষা করেছে এবং করছে বৃটেন, জাপান সহ অনেক দেশ। যদিও বাস্তবে এর ব্যবহারের জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কারন সাধারন ব্যবহারকারীদের জন্য ৪জি মডেম এখনও তৈরী হয়নি।
May 27, 2009
সুইডেনে বানিজ্যিক ৪জি First commercial 4G in Sweden
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment