নিজেদের মধ্যে যোগসাজস করে কর্মীদের কম বেতন দেয়া হচ্ছে, এই অভিযোগে মামলা করা হয়েছে শীর্ষস্থাণীয় টেক-কোম্পানীগুলির নামে। এতে রয়েছে এপল, গুগল, এডবি, ইন্টেল, পিক্সার এবং আরো কোম্পানীর নাম। অভিযোগে বলা হয়েছে এইসব কোম্পানীর প্রধানরা নিজেদের মধ্যে আলোচনা করে কর্মীদের বেতন বিষয়ে প্রতিযোগিতা থেকে দুরে রয়েছে এবং সামগ্রিকভাবে কম বেতন দিচ্ছে।
নিজেদের মধ্যে এই সমঝোতা শুরু হয় ২০০৫ সালে পিক্সার এবং এপলের মধ্যে। এপলের ষ্টিভ জবস তখনও পিক্সারের প্রধান ছিলেন। এরপর ২০০৬ সালে এপল গুগলের সাথে এবিষয়ে চুক্তিতে যায়। পরবর্তীতে গুগলের সাথে ইন্টেলের, গুগলের সাথে ইনটুইট এর এধরনের চুক্তি হয়। এভাবে ঠকানো হয়েছে লক্ষ লক্ষ মানুষকে।
অভিযুক্ত কোম্পানীগুলির সাথে এবিষয়ে কোন মন্তব্যের জন্য যোগাযোগ করা যায়নি। ইনটুইট শুধু বলেছে তারা চলমান মামলা নিয়ে মন্তব্য করেনা।
No comments:
Post a Comment