মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৭ নিয়ে পিছিয়ে থাকার একটি কারন হিসেবে অনেকে উল্লেখ করেন এরজন্য যথেষ্ট সফটঅয়্যার না থাকা। সেদিকে ভালভাবেই দৃষ্টি দিচ্ছে মাইক্রোসফট। এপল থেকে উইন্ডোজের দিকে যাওয়ার জন্য কি করতে হবে তার একটি সফটঅয়্যার টুল তৈরী করেছে তারা।
এর কাজ হচ্ছে যারা বর্তমানে এপলের জন্য সফটঅয়্যার তৈরী করেন তারা উইন্ডোজের জন্য সফটঅয়্যার তৈরীতে সহায়তা করা। সাথে ৯০ পৃষ্ঠার একটি বই রয়েছে, Windows Phone 7 Guide for iPhone Developers নামে। বেশকিছু সফটঅয়্যার ইঞ্জিনিয়ার যারা এরই মধ্যে একাজ করেছেন তাদের সাফল্যের ভিডিও রয়েছে উইন্ডোজ ফোন ব্লগে।
উইন্ডোজ ফোন ৭ ভক্তদের জন্য এটা বিশাল পদক্ষেপ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এন্ড্রয়েডের বিনামুল্যের সফটঅয়্যার এপলের বিনামুল্যের সফটঅয়্যারকে ছাড়িয়ে গেছে। মাইক্রোসফটও এগিয়ে আসছে তাদের সফটঅয়্যার নিয়ে।
আপনার কি মনে হয় ? আপনার মত জানাতে পারেন মন্তব্য লেখার যায়গায়।
No comments:
Post a Comment